আজ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ইলিশের দেশে শিক্ষক নেতাদের শিক্ষা সফর

 

স্টাফ রিপোর্টারঃ
শিক্ষা মন্ত্রীর নির্বাচনী এলাকা চাদপুরে শিক্ষক নেতাদের বার্ষিক শিক্ষা সফর ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। ন্যাশনাল কিন্ডারগার্টেন এসোসিয়েশন নরসিংদী জেলা শাখার উদ্যোগে ১০/০৩/২০২৩ ইং তারিখ রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকায় ভৈরব লঞ্চঘাট হতে এম ভি মান্নত পরিবহনে নদী পথে মেঘনা নদের উপর দিয়ে সন্ধায় চাদপুর বাজারে পৌঁছালে ওয়ার্ড কমিশনার ও চাদপুর জেলা মহিলালীগের সভানেত্রী প্যানেল মেয়র ফরিদা ইয়াসমিন শিক্ষক নেতাদের অভ্যার্থনা জানান এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড পরিদর্শন করান। ন্যাশনাল কিন্ডার গার্টেন এসোসিয়েশন নরসিংদী জেলা শাখার সভাপতি জাহানুল হক বাবুল ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান ও শিক্ষক নেতৃবৃন্দ উন্নয়নে সন্তুষ্ট প্রকাশ করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি কে ধন্যবাদ জানান।

এসময় শিক্ষক নেতৃবৃন্দ মহিলালীগ সভানেত্রী ফরিদা ইয়াসমিনের মাধ্যমে শিক্ষামন্ত্রীকে সালাম ও শুভেচ্ছা জানান। শিক্ষা সফরে সফরসঙ্গী হিসেবে ছিলেন বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সংস্থার কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জুপিটার ইংলিশ মিডিয়াম এন্ড মডার্ণ স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোশারফ হোসেন নীলু, ন্যাশনাল কিন্ডার গার্টেন এসোসিয়েশন নরসিংদী জেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম শফিকুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির,অর্থসম্পাদক তৌহিদুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক জামান ফরাজি সহ মোট ৫৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১০৭ জন শিক্ষক ও প্রতিষ্ঠান পরিচালক অংশ গ্রহন করেন। পরে পদ্ধা সেতু হয়ে ১২/০৩/২০২৩ তারিখ রবিবার রাত এগারটায় রায়পুরা পান্থশালায় এসে শিক্ষা সফর শেষ হয় বলে জানা যায়।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...