মনোহরদী প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম জিসানকে পিটিয়ে আহত করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের খ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের ছাত্রদলের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানাতে গিয়ে কার্জন হল এলাকায় তিনি রক্তাক্ত হয়েছেন। জিসানের উপর এই হামলার প্রতিবাদে শনিবার রাতে বিক্ষোভ মিছিল করেছে নরসিংদী জেলার মনোহরদী উপজেলা ছাত্রদল। মনোহরদী বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাম্মির রহমান টিপু, উপজেলা ছাত্রদল নেতা মহসিন কবির, জেলা ছাত্রদলের সদস্য মাছুম আহমেদসহ শতাধিক নেতাকর্মী অংশ নেয়।
Leave a Reply