আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি আন্দোলন করে যাচ্ছে

নিজস্ব প্রতিবেদক

দ্রব‍্যমূল‍্যের উর্ধ্বগতি, গ‍্যাস, বিদ‍্যুতের মূল‍্যবৃদ্ধি ও বিএনপি ঘোষিত ১০ দফা দাবী আদায়ের লক্ষ‍্যে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে নরসিংদীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ জানুয়ারি) বিকেলে নরসিংদী শহরের জেলখানা মোড়স্থ খান কমিউনিটি সেন্টারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

নরসিংদী জেলা বিএনপির সদস‍্য সচিব মঞ্জুর এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব‍্য রাখেন, জেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সভাপতি ও শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু সালেহ রিকাবদার, রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন, মনোহরদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, জেলা মহিলা দলের সভাপতি উম্মে ছালমা মায়া, জেলা মৎসজীবি দলে সভাপতি হাবীবুর রহমান মিলল, শিবপুর উপজেলা বিএনপির সদস‍্য, যোশর ইউপির সাবেক চেয়ারম‍্যান ভিপি তোফ্ফাজ্জল হোসেন, শিবপুর উপজেলা বিএনপির সদস‍্য ও উপজেলা যুবদলের সাবেক সভাপতি মঈনুদ্দিন আহমেদ, জেলা বিএনপির সদস‍্য ওসমান মোল্লা ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাইনুদ্দিন ভূঁইয়া।

সভাপতি’র বক্তব্যে মঞ্জুর এলাহী বলেন, এদেশের মানুষ আজ তাদের ভোটের অধিকার হারিয়েছে, বাক স্বাধীনতা হারিয়েছে। বর্তমান সরকার দিনের ভোট রাতে মারার প্রচলন শুরু করেছে। মানুষের বাক স্বাধীনতা ও ভোটের অধিকার কেড়ে নিয়ে মানুষকে মৌলিক অধিকারসহ গণতন্ত্র হরণ করেছে। দেশের সার্বভৌমত্ব আজ হুমকির মুখে। সরকারের পায়ের নিচে মাটি নেই। এ সরকার আজ দেউলিয়ায় পরিণত হয়েছে। দেশের ৮০ ভাগ মানুষ এ সরকারের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। বিএনপি ক্ষমতায় যেতে নয় বরং দেশের মানুষের ভোটের অধিকার বাক স্বাধীনতা ফিরিয়ে দিতে সর্বোপরি দেলের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় রাজপথে আন্দোলন করে যাচ্ছে।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...