আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নরসিংদীতে অটোরিক্সা মালিক-শ্রমিকদের সচেতনতা বৃদ্ধিতে জেলা পুলিশের কর্মশালা ও পিঠা উৎসব

 

নিজস্ব প্রতিবেদক

নরসিংদীতে অটোরিক্সা মালিক-শ্রমিকদের সচেতনতা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। নরসিংদী জেলা পুলিশের আয়োজনে কর্মশালার পাশাপাশি পিঠা উৎসবও অনুষ্ঠিত হয়।

শনিবার (১৪ জানুয়ারি) বিকেলে নরসিংদী পুলিশ লাইনসে এ সচেতনতা বিষয়ক কর্মশালা ও পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

কর্মশালায় নরসিংদী পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম সড়কে চলাচলে অটোরিক্সা চালকদের ঝুঁকি ও ঝুঁকি এড়ানোর বিষয়ের করনীয় নিয়ে অটোরিক্সা মালিক-শ্রমিকদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় অন্যান্যের মধ্যে নরসিংদী-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ জোন এর ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপার আসাদুজ্জামান, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী, নরসিংদী জেলা স্কুল ও কলেজ শিক্ষক সমিতির সভাপতি, নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অর্নিবান চৌধুরী, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর শাহ্, অধ্যাপক শেখ সাদী, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, মাখন দাস, মুর্শেদ শাহরিয়ারসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পরে আগত অতিথিদের সম্মানে এক পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...