আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নীলফামারীতে উদ্যোক্তা মেলায় পুরস্কারের ক্রেস্ট ও সনদপত্র পেলেন আব্দুল মোমিন

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে ১০ দিন ব্যাপি বিসিক উদ্যোক্তা মেলায় সমাপনী দিনে প্রচার, প্রসার ও বিপননের জন্য ক্রেস্ট ও সনদপত্র পেয়েছেন দ্বীপ্তমান গ্রুপের উদ্যোক্তা এবং দ্বীপ্তমান যুব উন্নয়ন সংস্থার সভাপতি আব্দুল মোমিন।

১০ই ফেব্রুয়ারী বিকালে নীলফামারী বড়মাঠে বিসিক উদ্যোক্তা মেলায় শ্রেষ্ঠ স্টল ও উদ্যোক্তা হিসাবে পুরস্কার পেয়েছেন দ্বীপ্তমান গ্রুপের উদ্যোক্তা আব্দুল মোমিন। দ্বীপ্তমান গ্রুপের পন্যের গুনগুন মান, প্রচার, প্রসার এবং বিপণনের স্বীকৃতি স্বরুপ এ পুরুষ্কার ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়। দ্বীপ্তমান গ্রুপের উদ্যোক্তা আব্দুল মোমিন বর্তমানে দ্বীপ্তমান যুব উন্নয়ন সংস্থার সভাপতি এবং জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) নীলফামারী জেলার সভাপতি হিসাবে দ্বায়িত্বরত রয়েছেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্হানীয় সরকারের উপ-পরিচালক এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুর রহমান উপসচিব, অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহিদ মাহমুদ, জেলা বিসিকের উপব্যবস্থাপক হুসনে আরা খাতুন , নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রকৌশলী এস এম শফিকুল ইসলাম (ডাবলু), জেলা বিসিকের সম্প্রসারণ অফিসার মোঃ মশিউর রহমান, কাজী আমানুজ্জামান প্রমুখ সহ উদ্যোক্তা বৃন্দ।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...