আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নীলফামারীতে নাসিবের আয়োজনে ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তা সম্মেলন

 

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমার চোখে আগামীর নীলফামারী এই প্রতিপাদ্যে ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

১৩ই মে শনিবার সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ভবনে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) নীলফামারী জেলার আয়োজনে
নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে।

নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রকৌঃ এস.এম সফিকুল আলম (ডাবলু) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক
এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুর রহমান উপ-সচিব। প্রধান আলোচক ছিলেন জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) নীলফামারী জেলার সভাপতি আব্দুল মোমিন। বিশেষ অতিথি ছিলেন নীলফামারী সদর উপজেলার নির্বাহী অফিসার জেসমিন নাহার, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর উপ-ব্যবস্থাপক হুসনে আরা খাতুন,
বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির কেন্দ্রীয় পরিচালক ও জেলার সভাপতি হাকীম মোস্তাফিজুর রহমান সবুজ, নীলফামারী সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আলমগীর হোসেন, শহর সমাজসেবা অফিসার মোঃ হৃদয় হোসেন। উক্ত অনুষ্ঠানের সঞ্চালনা করেন জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) নীলফামারী জেলার পরিচালক ফরিদা খানম।

উক্ত অনুষ্ঠানে নীলফামারী সদর উপজেলার ক্ষুদ্র,অতিক্ষুদ্র ও কুটির শিল্পের শতাধিক উদ্যোক্তা উপস্থিত ছিলেন।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...