আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নীলফামারীতে শহর সমাজসেবা’র দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের উদ্বোধন

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে শহর সমাজসেবা কার্যালয়ের সমন্বয় পরিষদের ৩৫তম ব্যাচের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের শুভ উদ্বোধন হয়েছে।

বুধবার (২৫শে জানুয়ারি) সকাল ১১ টায় নীলফামারী শহর সমাজসেবা কার্যালয়ের সমন্বয় পরিষদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্স বিষয়ে উদ্বোধন হয়।
এসময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ এমদাদুল হক প্রামানিক, সভাপতি সমন্বয় পরিষদ ও নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রকৌশলী এস এম সফিকুল আলম (ডাবলু), প্রবেশন অফিসার মোঃ ফরহাদ হোসেন, শহর সমাজসেবা অফিসার হৃদয় হোসেন, দ্বীপ্তমান মানবউন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থা’র সভাপতি আব্দুল মোমিন, সমন্বয় পরিষদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের প্রশিক্ষক শাহীন জাহাঙ্গীর আলম।

এসময় জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ এমদাদুল হক প্রামানিক বলেন, কম্পিউটার প্রশিক্ষণ নেওয়া ব্যতিত কোন কাজই সম্ভব নয় এ জন কম্পিউটার প্রশিক্ষণ অতি জরুরি ।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...