আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নীলফামারীর ডোমার ভিত্তি বীজ আলু উৎপাদন খামারে আউশ ধানবীজ রোপণ কার্যক্রম শুরু

 

নীলফামারী প্রতিনিধিঃ

নীলফামারী জেলার ডোমার উপজেলার ভিত্তি বীজ আলু উৎপাদন খামারের উপ-পরিচালক আবু তালেব মিয়ার দিক নির্দেশনায় মানসম্পন্ন বীজ আলু উৎপাদন ও সংরক্ষণ এবং কৃষক পর্যায়ে বিতরণ জোরদার করণ প্রকল্পের অর্থায়নে ট্রান্সপ্লান্টার মেশিন ব্যবহার করে উৎপাদন মৌসুমে ২৫৫ একর জমিতে আউশ ধান বীজ (ব্রিধান৯৮ জাতের) এবং আমন ধান ৮০ একর জমিতে (ব্রিধান-৯০) উৎপাদনের জন্য চারা রোপণ কার্যক্রম শুরু করা হয়েছে। খামারের শ্রমিকরা জানায়, আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহারের খুব সহজেই কাজ করতে পারছি আমরা এতে আমাদের অনেক কষ্ট কমেছে। ভিত্তি বীজ আলু উৎপাদন খামারের উপ-পরিচালক আবু তালেব মিয়া জানান আমরা এবার ২৫৫ একর জমিতে আউশ (ব্রিধান৯৬ জাতের) এবং আমন (ব্রিধান-৯০) ভিত্তি ধান বীজ উৎপাদনের লক্ষে রোপন শুরু করেছি। আশা করছি এবার অধিক ফলন হবে।তিনি আরও বলেন বিগত বছর গুলোতে আলু বীজ উৎপাদনের পরে জমি গুলো পরে থাকতো মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা এক ইঞ্চি জমি অনাবাদি থাকবেনা সে লক্ষ্যে আমরা জমি আউশ চাষাবাদ উপযোগী করে তুলেছি এবং আধুনিক কৃষি যন্ত্র ব্যবহার করে বিভিন্ন ধরনের বীজ উৎপাদন করা হচ্ছে গত বছর আমরা আউশ চাষ করে ৩৮০ মেট্রিকটন ভিত্তি বীজ সরকারকে দিয়েছি।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...