আজ ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

নুরালাপুর ইউপি নির্বাচনে পুনরায় নৌকার মাঝি হতে চান খাদেমুল ইসলাম ফয়সাল

নিজস্ব প্রতিবেদন ঃ আগামী ১৬ মার্চ নরসিংদীর মাধবদী থানার নুরালাপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে আবারো নৌকার মাঝি হতে চান নুরালাপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান খাদেমুল ইসলাম ফয়সাল।

গত নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে বিএনপির প্রার্থীর সাথে নির্বাচন করে জয়ী হয়েছিলেন তিনি।

নুরালাপুর ইউনিয়ন পরিষদে আওয়ামীলীগের এই জয়কে অব্যাহত রাখতে আবারো দলের মনোনয়ন প্রত্যাশা করেন। নুরালাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক,সাবেক ছাত্রলীগ নেতা বর্তমান নুরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাদেমুল ইসলাম ফয়সাল বলেন- গত নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়ে নির্বাচন করার অনুমতি দিয়েছিল। আমি নির্বাচনে এই ইউনিয়নের প্রথম আওয়ামীলীগের চেয়ারম্যান হিসেবে জয় লাভ করে নেত্রীর সম্মান রেখেছি। আমি চেয়ারম্যান নির্বাচিত হয়ে গত পাঁচ বছরে ন্যায় ও নিষ্ঠার সাথে কাজ করে ইউনিয়নে বহু উন্নয়নমূলক কাজ করেছি। এত উন্নয়ন ইতোপূর্বে হয়েছে বলে আমার জানা নেই। বর্তমান সময়ে ইউনিয়নের জনগণ খুব শান্তিতে বসবাস করছে। আমি ইউনিয়নের প্রয়োজন ছাড়া কোনো দিন অফিস মিস করিনি। জনগণ সব সময় আমাকে অফিসে পেয়েছে। আমি মনে করি যে গত পাঁচ বছর আমি ইউনিয়নে যে কাজ করেছি এখন তার মজুরী পাওয়ার সময়। জনগণ ভোট দিয়ে আমাকে সেই মজুরী দিবে। আর সেই মজুরী নিয়েই আমি বাড়ি ফিরতে চাই।
ইউনিয়নের উন্নয়নের ক্ষেত্রে নরসিংদী সদর আসনের সংসদ সদস্য , সাবেক প্রতিমন্ত্রী জনাব নজরুল ইসলামী হিরু (বীর প্রতিক) মহোদয় আমাকে সার্বিক সহযোগীতা করেছেন। বিভিন্ন প্রজেক্ট দিয়ে ইউনিয়নের উন্নয়নের সুযোগ করে দিয়েছেন। আমি ইউনিয়নের বহু রাস্তা, ব্রীজসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছি। তাই আমি আশা করি বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আবারো আমাকে নৌকা প্রতীক দিয়ে নুরালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে পাঠিয়ে জনগণের সেবা করার সুযোগ করে দিবেন।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published.

     এ ক্যাটাগরির আরো নিউজ...