আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রবাসীদের সহায়তায় শতাধিক পরিবার পেলেন উপহার 

হারুনুর রশিদ
নরসিংদীর বেলাব উপজেলার “নারায়নপুর বাসস্ট্যান্ড( দক্ষিণ পাড়া) প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ” নামে একটি সামাজিক সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে স্থানীয় দুস্ত গরীব অসহায় শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী, নগদ অর্থ উপহার প্রদান করা হয়েছে। পাশাপাশি সংগঠনের পরিবারের সদস্যদের মাঝে ফলদ ও বনজ গাছের চারা এবং সংগঠনের স্টিকার লগু সম্ভবলীত টি-শার্ট বিতরণ করা হয়।
শুক্রবার বিকেলে নারায়ণপুর বাস্ট্যান্ড এলাকায় কাঠ বাগানে আয়োজিত এক অনুষ্ঠানে এ সব সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে নারায়নপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা চেয়ারম্যান সমশের জামান ভূইয়া রিটন। বিশেষ অতিথি
সার্বিক সহযোগিতায় সংগঠনের সভাপতি ইতালী প্রবাসী মোফাজ্জল হোসেন বিপ্লব অনুষ্ঠানে ভার্চুয়ালী বক্তব্য রাখেন। আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মালয়শিয়া প্রবাসী সোহরাব হোসেন, নারায়ণপুর ইউপি সদস্য আবদুস ছালাম, বিশিষ্ট ব্যবসায়ী আবদুল বাছেদ, শফিকুর রহমান কবির, সিদ্দিকুর রহমান, আবদুল মান্নান, সিদ্দিকুর হাসান জ্যেকি, নাজমুল হাসান রুস্তম, মো বাবুল মিয়া, জনাব আলী, হাবিল মিয়া, জালাল উদ্দিন, নূরুল ইসলাম, আবদুল খালেক, ডা নূরুল ইসলাম, আনোয়ার হোসেন, আলমগীর মিয়া প্রমূখ।
জানা যায়, ইতালী, সৌদি আরব, দুবাই, মালয়শিয়াসহ বিভিন্ন দেশে অবস্থানরত নারায়ণপুর এলাকার একঝাঁক প্রবাসী জীবন বাজি রেখে শুধু নিজ পরিবারের জন্য বৈদেশিক অর্থ প্রেরণ করছেন না। তাদের অর্জিত অর্থ পারিবারিক চাহিদা মিটিয়ে স্থানীয় অসহায় গরীব দুস্থ মানুষের সেবায় কাজ করতে ৬৫ জন প্রবাসী গত বছর গড়ে তুলেছেন “নারায়ণপুর বাস্ট্যান্ড প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদ” নামে সামাজিক সেচ্ছাসেবী সংগঠন। আগামীতেও এ ধারাবাহিকতা অভ্যাহত রাখার প্রত্যয়ব্যক্ত করেন সদস্যরা।
সংগঠনের সাধারণ সম্পাদক প্রবাসী সোহরাব হোসেন বলেন, বিভিন্ন দেশে অবস্থারত রেমিট্যান্স যুদ্ধারা নিজ পরিবারের পাশাপাশি এলাকার অসহায় মানুষের পাশে দাড়াঁতে এই উদ্যোগ। ইতিমধ্যে রমজান ও ঈদ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে খাদ্যসামগ্রীসহ বিভিন্ন উপকরণ বিতরণের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। এ কর্যক্রম ধারাবাহিক ভাবে অভ্যাহত থাকবে। সকলের সহযোগিতায় এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছি।
প্রধান অতিথির বক্তব্যে লিটন বলেন, তাদের এমন একটি ভালো উদ্যোগ কে স্বাগত জানাই। পাশাপাশি এমন কার্যক্রমে আমাদেরকে জানালে তাদের কাজে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...