আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বেলাবতে বিতর্ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ও পরিবেশ ক্লাব গঠন

নিজস্ব প্রতিবেদক

স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব বাংলাদেশ) বেলাবর চারটি স্কুলের চার জন শিক্ষক এবং ২০ জন শিক্ষার্থীকের বিতর্ক প্রশিক্ষণ দিয়েছে। মালালা ফান্ডের অর্থায়নে এবং গণসাক্ষরতার অভিযানের সহযোগিতায় বেলাবর ধুকুন্দি উচ্চ বিদ্যালয় ভেন্যুতে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ প্রদান করেন ভাব বাংলাদেশ এর প্রোগ্রাম ম্যানেজার মো. আরিফুর রহমান। প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ ক্লাব গঠন করা হয় এবং দুর্যোগে সচেতন হতে বিভিন্ন উপকরণ ও ফেস্টুন, ফ্লাইয়ার বিতরণ করা হয়। এই প্রশিক্ষণ শেষে বক্তব্য রাখেন বেলাব প্রেসক্লাবের সভাপতি শেখ আব্দুল জলিল, ধুকুন্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান এবং ভাব বাংলাদেশ এর প্রোগ্রাম ম্যানেজার আবুল কালাম মোহম্মদ আজাদ। উল্লেখ্য এর আগে ভাব বাংলাদেশ শিক্ষা বাজেট বিষয়ে একটি আলোচনা সভার আয়োজনসহ নানান সচেতনামূলক কাজ করে যাচ্ছে।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...