আজ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মনোহরদীতে বাবলুর ৩৬তম শাহাদত বার্ষিকী পালিত

মনোহরদী প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মাহবুবুল হক বাবলুর ৩৬ তম শাহাদত বার্ষিকী পালিত হয়েছে।

বৃহস্পতিবার শাহাদত বার্ষিকী পালন উপলক্ষে বাবলুর নিজ গ্রাম নরসিংদীর মনোহরদী উপজেলার হরিনারায়নপুর গ্রামে তাঁর সমাধীস্থলে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল এবং গণভোজের আয়োজন করা হয়।

সকালে নরসিংদী জেলা ও মনোহরদী উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মরহুমের কবরে পুস্পস্তবক অর্পণ করেন।

পরে হরিনারায়ণপুর ফাযিল মাদরাসা মাঠে ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক এবং মাহবুবুল হক বাবলুর ছোট ভাই ছানাউল হক নীরুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তব্য রাখেন ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা গোলজার হোসেন, নরসিংদী জেলা বিএনপির সদস্য বিজি রশিদ নওশের, জেলা যুবদলের সভাপতি মহসীন হোসেন বিদ্যুৎ, জেলা তাতীদলের সভাপতি হুমায়ূন কবির কামাল, চট্রগ্রাম বিশ^বিদ্যালয়ের সাবেক সভাপতি রেদোয়ান হোসেন, নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. ইয়াছিন মোল্লা, আব্দুল মোমেন খান স্মৃতি সংসদের সদস্য সচিব সারোয়ার মৃধা, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক নেতা ডা. আরিফুর রহমান মোল্লা, মনোহরদী উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম বাছেদ মোল্লা ভুট্টো, মনোহরদী উপজেলা যুবদলের আহবায়ক নাদিম মাহমুদ বায়েজিদ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাওলানা মোতালিব হোসেন বরকতী। অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা মো. জাহাঙ্গীর আলম।
উল্লেখ্য, স্বৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব মাহবুবুর রহমান বাবলু ১৯৮৭ সালের ৯ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলে স্বৈরাচারী সরকারের দোসরদের হামলায় শাহাদত বরণ করেন।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...