আজ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

মনোহরদীতে বোনের বাড়ীতে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

 

সাইফুর নিশাদ
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

মনোহরদীতে বোনের বাড়ীতে বেড়াতে এসে গাছ থেকে কাঁঠাল পাড়তে গিয়ে সেখান থেকে পড়ে মৃত্যু ঘটেছে এক যুবকের।নিহত যুবক আব্দুল্লাহর বাড়ী একই উপজেলার নয়ানগর গ্রামে।তার পিতার নাম মৃত করম আলী।

বুধবার (২৪ মে) বিকেলে মনোহরদী উপজেলার বাঘবের গ্রামে বোনের বাড়ীতে বেড়াতে আসে একই উপজেলার নয়ানগর গ্রামের আবদুল্লাহ।
এখানে বিকেলে গাছে কাঁঠাল পাড়তে উঠে দুর্ঘটনাক্রমে সেখান থেকে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন তিনি।মারাত্মক আহতাবস্থায় প্রথমে তাকে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। অবস্থা গুরুতর বিবেচনায় চিকিৎসার্থে তাকে ঢাকায় নেয়ার পথে সন্ধ্যের দিকে তার মৃত্যু ঘটে।বড়চাপা ইউপি চেয়ারম্যান সুলতান উদ্দীন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান,
নিহত আবদুল্লাহ(৩০) বছরখানেক আগে বিদেশ থেকে এসেছেন এবং নতুন করে আবার বিদেশ যেতে টাকাও জমা দিয়েছিলেন তিনি। আজ(বৃহস্পতিবার) জানাজা শেষে নিজ গ্রামে তাকে কবরস্থ করা হয়েছে।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published.

     এ ক্যাটাগরির আরো নিউজ...