আজ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

মাধবদীতে ৫ শত পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আতাউর গ্রেফতার

 

নিজস্ব প্রতিবেদকঃ মাধবদীতে ৫ শত পিস ইয়াবাসহ আতাউর রহমান ভূঁইয়া নামে চিহ্নিত এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাধবদী থানা পুলিশ।
মঙ্গলবার (৩ এপ্রিল) দুপুরে মাধবদীর শেখের চর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে মাধবদী থানা পুলিশ।
এসময় তার কাছ থেকে ৫ শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক এলাকাবাসী জানান মেহেরপাড়া এলাকার মুর্তিমান আতঙ্ক,সন্ত্রাসীদের গডফাদার, মাদক কারবারি, চাঁদাবাজ ও পুলিশের তালিকাভুক্ত একাধিক মামলার আসামি ১ নং ওয়ার্ড ইউপি সদস্য আতাউর রহমান ভূঁইয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে।
সে মেহেরপাড়া এলাকার ইট বালু ব্যাবসায়ী নয়ন হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি।
বিগত কিছুদিন পূর্বে সে অস্ত্র সহ গ্রেফতার হয়। কিছুদিন যেতে না যেতেই জামিনে মুক্ত হয়ে পুনরায় এলাকায় তার আধিপত্য বিস্তার শুরু করে। তার ভয়ে এলাকার সাধারণ মানুষ সবসময় আতঙ্কে থাকে বলেও জানান তারা।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রকিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ দুপুরে শেখেরচর থেকে ৫ শত পিস ইয়াবাসহ আতাউরকে গ্রেফতার করা হয়। এঘটনায় মাদক আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
তার বিরুদ্ধে ইতোপূর্বে ও ৭/৮ টি মামলা রয়েছে বলে ও জানান তিনি।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published.

     এ ক্যাটাগরির আরো নিউজ...