আজ ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

মিরপুরে মিরাজের হাতে ধরাশয়ী ভারত

 

খেলা ডেস্ক

ব্যাটিং বিপর্যয়ে ভারত বাংলাদেশ ম্যাচটি হাতছাড়া হওয়ার পথ থেকে অবশেয়া মিরাজের কাছেই পরাজিত হল ভারত ক্রিক্রিকেট দল।

সাত বছর আগে মিরপুরে ভারতীয় ক্রিকেট দল আগেও হারের এ স্বাধ পেয়েছিল।

শেরে বাংলা স্টেডিয়ামের মন্থর উইকেটে ১৮৬ রানে ভারতকে থামিয়ে দেন অভিজ্ঞ স্পিনার সাকিব আল হাসান ও দ্বিতীয় ওয়ানডে খেলতে নামা পেসার এবাদত হোসেন।

জবাবে বাংলাদেশ ব্যাটিং বিপর্যয়ে পড়লেও মেহেদি মিরাজের ব্যাটিং এ ১ উইকেটের জয় পেয়েছে টাইগাররা।

ভারতকে নাগালে পেয়েও ম্যাচটি হারতে বসেছিল বাংলাদেশ। শেষ উইকেটে করতে হতো ৫১ রান। মিরাজের সঙ্গী কেবল মুস্তাফিজুর রহমান। হারের প্রান্তে দাঁড়িয়ে শট খেলতে শুরু করেন মিরাজ। বাউন্ডারি মারতে গিয়ে ক্যাচও তুলে দেন তিনি। কিন্তু উইকেটরক্ষক কেএল রাহুল উপরে ওঠা মিরাজের ক্যাচ নয় যেন ম্যাচই ছেড়ে দেন। ওই মিরাজ ৩৯ বলে চারটি চার ও দুই ছক্কায় ৩৮ রানের ইনিংস খেলে চার ওভার থাকতে দলকে জয় এনে দিয়েছেন।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published.

     এ ক্যাটাগরির আরো নিউজ...