আজ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

রাঙ্গাবালীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের বৃত্তি ও বাইসাইকেল বিতরণ

ওমরসানি, রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধি
পটুয়াখালীর রাঙ্গাবালীতে বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী রাখাইন সম্প্রদায়ের শিশু শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলা পরিষদে আয়োজিত এক অনুষ্ঠানে রাখাইন শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে এসব তুলে দেন জেলা প্রশাসক মো. শরীফুল ইসলাম। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়ণে উপজেলার ১২ জন রাখাইন শিক্ষার্থীকে বাইসাইকেল এবং ২১ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তির চেক প্রদান করা হয়। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য সরকার এ উদ্যোগ নিয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. সালেক মূহিদের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. জহির উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সদর ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান মামুন প্রমুখ।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published.

     এ ক্যাটাগরির আরো নিউজ...