আজ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

রাঙ্গাবালীতে স্কুল পড়ুয়া এক শিশুকে ধর্ষন চেষ্টা

ওমরসানি, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর রাঙ্গাবালীতে ষষ্ঠ শ্রেনীতে পড়ুয়া এক শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগ উঠেছে হারুন দফাদার (৩৫) নামের এক ব্যক্তির বিরুদ্ধে।
শনিবার বিকেল পাঁচটার দিকে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড উত্তর চরমোন্তাজ গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির বাবা বাদী হয়ে হারুনের বিরুদ্ধে চরমোন্তাজ পুলিশ ফাড়িতে লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ ও শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দুপুরে শিশুটিকে বাড়িতে একা রেখে ক্ষেতে ডাল তুলতে যায় অন্যান্যরা। বিকেলে প্রতিবেশী হারুন দফাদার তাদের ঘরে গিয়ে ওই শিশুটির হাত পা বেধে ধর্ষন চেষ্টা চালায়। শিশুটির মা তার নাম ধরে ডাকতে ডাকতে বাড়িতে প্রবেশ করলে হারুন দৌড়ে পালিয়ে যায়।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম মজুমদার জানান, লিখিত অভিযোগ পেয়েছি অভিযুক্তকে ধরার চেষ্টা চলছে। তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেয়া হবে।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published.

     এ ক্যাটাগরির আরো নিউজ...