আজ ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

লংগদুতে অবৈধ কাঠ জব্দ

 

সাকিব আলম মামুন
লংগদু (রাঙামাটি) প্রতিনিধিঃ

রাঙামাটির লংগদুতে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি)’র অভিযানে পরিত্যক্ত অবস্থায় অবৈধ ১২০ ঘনফুট সেগুন ও গামারী গোল কাঠ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৩রা জানুয়ারি) দুপুর ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল শাহ্ মোঃ সাকিল আলম (এসপিপি)’র নির্দেশনায় ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার বিজিডিও সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান (বিজিবিএমএস) এর নেতৃত্বে টহল দল চাইল্যাতলী বিজিবি ক্যাম্পের আওতাধীন রাঙ্গাপানিছড়া নামক এলাকায় অভিযান চালিয়ে ১২০ ঘনফুট সেগুন ও গামারী গোল কাঠ উদ্ধার করা করেন। পরে উদ্ধারকৃত কাঠ রাঙ্গীপাড়া ফরেস্ট অফিসে হস্তান্তর করেন এবং মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্রে জানা যায়।

জোন অধিনায়ক লে. কর্নেল শাহ্ মোহাম্মদ সাকিল আলম বলেন, রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) সকল ধরনের চোরাচালানী, মাদক, নারী পাচার বিরোধী কার্যক্রমের বিরুদ্ধে সর্বদা সোচ্চার।

প্রসঙ্গ, উদ্ধারকৃত গোল কাঠের বর্তমান বাজার মূল্য আনুমানিক এক লক্ষ আশি হাজার টাকা।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published.

     এ ক্যাটাগরির আরো নিউজ...