আজ ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৭শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

লংগদুতে ডিজিটাল এক্সরে মেশিন উদ্বোধন ও সন্মাননা প্রদান

 

সাকিব আলম মামুন
লংগদু (রাঙামাটি) প্রতিনিধিঃ

রাঙামাটির লংগদুতে ইবনে সিনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ডিজিটাল এক্স-রে মেশিন (৫০০ এমএ) উদ্বোধন ও সন্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টায় হাসপাতাল কর্তৃপক্ষের আয়োজনে ইবনে সিনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের রেস্ট হাউজ প্রাঙ্গণে ইবনে সিনা ট্রাষ্ট (ঢাকা)’র ডাইরেক্টর এডমিন মোঃ আনিসুজ্জামান এর সভাপতিত্বে এবং রাবেতা প্রজেক্ট কো-অর্ডিনেটর নুরুল ইসলাম শাহীন এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লংগদু জোনের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হিমেল মিয়া (পিএসসি)।

এসময় স্বাগত বক্তব্য রাখেন, ইবনে সিনা ট্রাষ্ট (ঢাকা)’র এডিশনাল ডাইরেক্টর এন্ড সেক্রেটারি মোঃ নুরুল করিম।

বিশেষ অতিথি হিসেবে লংগদু উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল বারেক সরকার, উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান উপস্থিত ছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন লংগদু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, লংগদু জোনের আরএমও যোবায়ের, লংগদু থানার এস.আই শাহাবুর আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন এবং উপজেলার ফার্মাসিস্ট, পল্লী চিকিৎসকগণ সহ বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ।

ডিজিটাল এক্সরে মেশিন উদ্ধোধন কার্যক্রম সম্পন্ন করে অনুষ্ঠানে প্রধান অতিথি সহ বিভিন্ন বক্তাগণ প্রতিষ্ঠানের অতীত সেবামূলক কার্যক্রম, ভবিষ্যতে আরো উন্নয়নের লক্ষ্যে বক্তব্য রাখেন।

উদ্ধোধনী শেষে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করেন এবং মধ্যহ্নভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published.

     এ ক্যাটাগরির আরো নিউজ...