আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

লংগদুর ৫০৯ ঘরে জ্বলবে সৌর বিদ্যুতের আলো

 

সাকিব আলম মামুন
লংগদু (রাঙামাটি) প্রতিনিধি-

“শেখ হাসিনার উদ্যোগ- ঘরে ঘরে বিদ্যুৎ” পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড কর্তৃক বিদ্যুৎ বিহীন এলাকায় সাধারণ মানুষের মাঝে, সোলার হোম সিস্টেমের আওতায় প্রকল্প-২ বাস্তবায়নে রাঙামাটির লংগদুতে ৫০৯ পরিবারের মা‌ঝে সোলার বিতরণ করা হ‌য়ে‌ছে।

বৃহস্পতিবার (১১ মে) সকাল ১০টায় উপজেলার মাইনীমূখ ইউ‌নিয়‌নের মাইনীমূখ মডেল উচ্চ বিদ‌্যালয় মা‌ঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থে‌কে সোলার বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।

সদস্য বাস্তবায়ন কর্মকর্তা পার্বত‌্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও প্রকল্প প‌রিচালক মোহাম্মদ হারুন অর র‌শিদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে লংগদু জোনের উপ অধিনায়ক মেজর রিফাতুজ্জামান, উপ‌জেলা প‌রিষদ চেয়ারম‌্যান আব্দুল বারেক সরকার, উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান, ওসি মোহাম্মদ ইকবাল উদ্দিন উপস্থিত ছিলেন।

জেলা যুবলীগ নেতা শাহ মোহাম্মদ নজরুল ইসলাম ও আওয়ামীলীগ নেতা আজগর আলীর যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম।আরও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মীর সিরাজুল ইসলাম চৌধুরী, মাইনীমূখ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুন্নেছা রুজি প্রমুখ।

এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, মাইনীমূখ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন কমল সহ স্থানীয় জনপ্রতি‌নি‌ধি, কারবা‌রি, গণ্যমান‌্য ব‌্যক্তিবর্গ ও উপকারভো‌গীরা উপ‌স্থিত ছি‌লেন।

প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে নিখিল কুমার চাকমা ব‌লেন, পার্বত‌্য চট্টগ্রা‌মের যে সমস্ত দুর্গম এলাকায় বিদ‌্যুৎ সরবরাহ সম্ভব নয়, সেসব এলাকায় বিদ‌্যুতায়‌নের অংশ হি‌সে‌বে সোলার হোম সি‌স্টেম প্রকল্প চালু করা হ‌য়েছে। এ‌টি প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার পার্বত‌্য অঞ্চ‌লের পি‌ছি‌য়ে পড়া জন‌গো‌ষ্ঠীর প্রতি ভা‌লোবাসার প্রতীক। তি‌নি আ‌রো ব‌লেন, শেখ হাসিনা পার্বত্য অঞ্চলের প্রতিটি ঘর সৌর বিদ্যুতায়নে আলোকিত করছে। প্রধানম‌ন্ত্রীর স্বপ্নের বাংলা‌দেশকে স্মার্ট দেশ হি‌সে‌বে গ‌ড়ে তুল‌তে সু‌শিক্ষায় শি‌ক্ষিত হ‌য়ে আমাদেরকেও স্মার্ট নাগ‌রিক হ‌তে হ‌বে।

সোনাই এলাকার উপকারভোগী পারুল বেগম  বলেন, আমার বাচ্চা গুলো এখন ঠিকঠাক মতো সৌর বিদ্যুতের আলোয় পড়ালেখা করতে পারবে। দীর্ঘদিন ধরে কষ্টে ছিলাম। শেখ হাসিনার উপহার হিসেবে সোলার বিদ্যুৎ পেয়ে আনন্দিত হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...