আজ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

লালমনিরহাটে অটোরিকশার সিটের ভেতর ফেন্সিডিল, চালক আটক!

 

আশরাফুল হক, লালমনিরহাট।

লালমনিরহাটের আদিতমারী থানার বিশেষ অভিযানে
ব্যাটারি চালিত অটোরিকশার সিটের ভেতর থেকে ১৯০ বোতল ফেন্সিডিলসহ চালক সহির আলীকে (৪৫) আটক করেছে আদিতমারী থানা পুলিশ।

শনিবার (১৩ মে) বিকেলে উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ি শিয়ালখোয়া রোডে নামুড়ি বাজার থেকে তাকে আটক করা হয়।

আটক চালক সহির আলী কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর এলাকার সাকেত আলীর ছেলে।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, উপজেলার নামুড়ি শিয়ালখোয়া বাইপাস সড়কে ভারতীয় সীমান্ত থেকে মাদক আসছে এমন একটি গোপন খবরে নামুড়ি বাজারে ট্রাফিক পুলিশ নিয়ে চেকপোষ্ট বসায় থানা পুলিশ। এ সময় ভারতীয় সীমান্ত ঘেঁসা চন্দ্রপুর থেকে আসা সহির আলীর অটোরিকশাটি আটক করে গাড়ির সিট বক্স তল্লাশি চালিয়ে ১৯০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়। অটোরিকশায় থাকা একজন যাত্রী পালিয়ে গেলেও চালক সহির আলীকে আটক করে পুলিশ।

এ ঘটনায় আটক চালক সহির আলী ও পলাতক যাত্রীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদিতমারী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

 

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published.

     এ ক্যাটাগরির আরো নিউজ...