আজ ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

 

শাহাদাত হোসেন অপু, শ্রীমঙ্গল মৌলভীবাজার

শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে এক কেজি গাঁজাসহ মোহন রবিদাস (৫৬) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

শনিবার(১৩ মে) রাতে শ্রীমঙ্গল থানাধীন ৮ নং কালীঘাট ইউনিয়ন সোনাছড়া চা বাগান এলাকা থেকে মোহন রবিদাসকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত অনুমান ০৮.০০ ঘটিকার সময় শ্রীমঙ্গল থানার এসআই মিয়া নাসির উদ্দিন আহম্মেদ সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় শ্রীমঙ্গল থানাধীন ৮ নং কালীঘাট ইউনিয়ন সোনাছড়া চা বাগানের ১নং লাইনের আটককৃত আসামির বসতবাড়িতে অভিযান পরিচালনা করে।

এসময় আটককৃত ব্যক্তির বসতঘরে তল্লাশি করে তার ঘরের খাটের নিচ থেকে দুটি ব্যাগের ভেতর থেকে ৫০০ গ্রাম করে, মোট ১ কেজি গাঁজা জব্দ করা হয়।

আটককৃত মোহন রবিদাস সোনা ছাড়া চা বাগানের বিশ্বনাথ রবিদাসের ছেলে।

এ ঘটনায় আটককৃত ব্যক্তির বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণীর ১৯(ক) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...