আজ ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ, ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

সুইডেনে কোরআন পুড়ানোর প্রতিবাদে ঘোড়াশালে বিক্ষোভ

নরসিংদী প্রতিনিধি :
সুইডেনে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় উগ্রবাদীদের দ্বারা পবিত্র কোরআন পুড়ানোর ধৃষ্টতার প্রতিবাদে নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ধর্মপ্রাণ মুসল্লিরা।

আজ শুক্রবার দুপুরে জুম্মার নামাজ শেষে শত শত মুসল্লি জড়ো হয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেয়। পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার সর্বস্থরের তাওহীদি জনতার ব্যানারে বিক্ষোভ মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘোড়া চত্বর এলাকায় গিয়ে সমবেত হয়।

পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা পবিত্র কুরআন পোড়ানোর প্রতিবাদে সরকারকে রাষ্ট্রিয়ভাবে সুইডেনের প্রতি নিন্দা জানানোর অনুরোধ করা হয়। একই সাথে সুইডেন সরকারকে দেশটির উগ্রবাদীদের দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় এনে ফাঁসির দাবী জানানো হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, ঘোড়াশালের হলি চাইল্ড স্কুল এর অধ্যক্ষ আব্দুল গাফফার, খালিস্কারটেক মসজিদের ইমাম ও খতিব মাওলানা মনির হোসেন, ঘোড়াশাল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শিবলী সাদেক রানা, যুবনেতা কামাল হোসেন,যুবনেতা মোস্তাক আহমেদ, জয়নাল আবেদীন’সহ প্রমুখ

শেষে বিক্ষোভ মিছিল নিয়ে ঘোড়াশাল পৌর অডিটোরিয়াম মাঠে বিশেষ মোনাজাতে অংশ নেন মুসল্লিরা। এসময় মোনাজাত পরিচালনা করেন মাওলানা বেলাল হোসেন।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...