আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

সেলফি তুলতে গিয়ে তিস্তা নদীতে স্কুল ছাত্রের মৃত্যু

 

নীলফামারী প্রতিনিধি:

দেশের বৃহত্তর সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ পয়েন্টে পিকনিকে এসে ব্যারেজের বেলকনি থেকে সেলফি তুলতে গিয়ে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে।

নিহত শিক্ষার্থীর নাম সাগর চন্দ্র(১৫) ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার প্রয়োগপুর গ্রামের সত্যজিৎ রায়ের ছেলে। সে রাণীশংকৈল উপজেলার নেক মোরদ আইডিয়াল স্কুল এন্ড কলেজে দশম শ্রেণির ছাত্র।

ঘটনাটি ঘটেছে আজ শনিবার (১১মার্চ) দুপুর আড়াইটার দিকে নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা ব্যারাজের উজানে সেলফি তুলতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাণীশংকৈল এলাকা থেকে এক কোচিং সেন্টারের মাধ্যমে তিস্তা ব্যারাজ এলাকায় পিকনিকে আসে। ভ্রমণ শেষে তিস্তা ব্যারেজের উজানে ক্যানেল পার্শ্ব জলকপাটে সেলফি তুলতে গিয়ে পা ফসকে পানিতে পরে যায়। পরে স্থানীয়রা দেখতে পেয়ে উদ্ধার করেন। উদ্ধারের পরে সহপাঠীরা ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া পথে মৃত্যু বরণ করেন।

তিস্তা ব্যারেজের টহলরত আনসার সদস্য শফিকুল ইসলাম বলেন, রাণীশংকৈল এলাকা থেকে পিকনিকে আসা দলের সাগর চন্দ্র সেলফি তুলতে গিয়ে পানিতে পরে যায় সাতার না জানায় সেখানে তার মৃত্যু হয়।

হাতীবান্ধা উপজেলার দোয়ানি ফাঁড়ির দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) দীপ্ত কুমার সিং ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,ব্যারেজের উজানে সেলফি তুলতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। স্কুলছাত্রের মরদেহ ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেছেন স্বজনরা।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...