আজ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

এ যুগেও বিদ্যালয়ের গাছতলায় পাঠদান চলে!

সাইফুর নিশাদ
মনোহরদী প্রতিনিধি

মনোহরদীর একটি বিদ্যালয়ে গাছতলায় মাটিতে বসে শিক্ষার্থীদের পাঠদান চলছে।শ্রেনীকক্ষ সংকটের কারনে এ অবস্থা বলে স্কুলটির প্রধান শিক্ষক জানিয়েছেন।

মনোহরদীর নারান্দী আলাউদ্দিন নূরানী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাশরুমের অভাবে গাছতলায় মাঠের মাটিতে বসে ক্লাশ করছে।সম্প্রতি স্কুল মাঠের দু’ জায়গায় গোলাকৃতিতে মাটিতে বসে শিক্ষার্থীদের পাঠদান ও পাঠগ্রহন চলতে দেখা যায়। এ বিষয়ে সেখানে পাঠগ্রহনরত পুরাতন দশম শ্রেনীর শিক্ষার্থী জান্নাতুল আরেফিন বর্ষার সাথে কথা হয়।সে জানায়,তাদের অধিকাংশ ক্লাশ তারা প্রতিদিন এভাবেই মাঠের মাটিতে বসে করে থাকে।মাঠের আরেক গোলাকৃতিতে গাছের ছায়ায় মাটিতে বসে বিজ্ঞান বিভাগের জীব বিজ্ঞান বিষয়ের পাঠগ্রহন করছিলো দশম শ্রেনীর শিক্ষার্থী সানিয়া।সে জানায়, শ্রেনীকক্ষের অভাবে তারাও প্রতিদিন গ্রুপের ক্লাশগুলো এ ভাবেই করে আসছে।সেখানে দশম শ্রেনীর মানবিক বিভাগের ভূগোল ও পরিবেশ পরিচিতি ক্লাশের পাঠদান করছিলেন স্কুলের শিক্ষক জাহাঙ্গীর আলম। তিনি জানান,এখন রোদের তেজ কম,বৃষ্টি বাদল নেই বলে এভাবে পাঠদান
সম্ভব হচ্ছে। কিন্তু সামনের গ্রীষ্মে যখন রোদের তেজ তীব্র হবে কিংবা বর্ষায় বৃষ্টির সময় কিভাবে ক্লাশ হবে তাদের আল্লাহ জানেন। স্কুলটির প্রধান শিক্ষক আব্দুল হালিম জানান, শ্রেণীকক্ষ সংকট নিরসনে তারা একটি ভবনের বরাদ্দ পেতে চেষ্টা করছেন।এ জন্য তারা শিক্ষা মন্ত্রনালয়ে আবেদনও করেছেন।খুব দ্রুতই এ সংকটের সমাধান না হলে শিক্ষার্থীদের লেখাপড়া খুবই ব্যহত হবে। এ ব্যাপারে মনোহরদী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করীম জানান,
বিষয়টি তার জানা নেই।খোঁজ নিয়ে বিষয়টি দেখবেন এবং কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...