আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

কালীগঞ্জে এসএসসি পরীক্ষায় বসেছে প্রায় ৪ হাজার পরিক্ষার্থী

 

জাকারিয়া আল মামুন, স্টাফ রিপোর্টারঃ
আজ রোববার থেকে সারাদেশে শুরু হচ্ছে এস.এস.সি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা। গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা থেকে এবার পরীক্ষায় অংশ নিচ্ছেন ৩ হাজার ৬ শত ৫১ জন শিক্ষার্থী। এর মধ্যে এসএসসি- ২ হাজার ৯ শত ৪৮জন এবং , দাখিল ৬ শত ৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। তবে গতবারের তুলনায় এবার পরীক্ষার্থীর সংখ্যা কমেছে।

জানা যায়, কলীগঞ্জ উপজেলায় মোট ০৪ টি কেন্দ্রে মোট ০৭ টি ভেনুতে এবার একযোগে শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা। এর মধ্যে এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত হবে ০৩টি কেন্দ্রে এবং দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হবে ১টি কেন্দ্রে।

কেন্দ্র গুলো হল

১। কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়,
২। জামালপুর আর এম বিদ্যাপীঠ,
৩। নোয়াপাড়া শহীদ ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয়,
৪। দুর্বাটি এম ইউ আলিয়া মাদ্রাসা।

ভেনু গুলো হল
১। কালীগঞ্জ মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়
২। বেগম রাবেয়া আহমেদ উচ্চ বিদ্যালয়
৩। বাঘূন উচ্চ বিদ্যালয়।

১ম দিন বাংলা ১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজ সকাল ১০ টায় পরীক্ষায় শুরু হয়ে চলবে দুপুর ১ টা পর্যন্ত। কালীগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা নুর এ জান্নাত বলেন শান্তি পুর্ন পরিবেশে আজকের প্রথম পরিক্ষা অনুষ্ঠিত হয়। আজকে কাওকে এক্সফেল করা হয়নি।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...