আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নরসিংদীতে একুশে টেলিভিশনের ২৪ তম বর্ষপূর্তি উদযাপন

 

মনিরুজ্জামান, নরসিংদীঃনরসিংদীতে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশনের ২৪ তম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
শুক্রবার (১৪ এপ্রিল (বিকেলে নরসিংদী প্রেসক্লাব অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি বাবু মাখন দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তাফা মিয়া, নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবীর শাহ্, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়, সাবেক সাধারণ সম্পাদক এমএ আউয়াল, সাবেক সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, সিনিয়র সাংবাদিক হলধর দাস, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা প্রীতি রঞ্জন সাহা।

এসময় আরো বক্তব্য রাখেন, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল মোহাম্মদ মানিক, ইনডিপেনডেন্ট টিভির জেলা প্রতিনিধি আসাদুজ্জামান রিপন, চ্যানেল আই এর জেলা প্রতিনিধি সুমন রায় ও জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি (ভারপ্রাপ্ত) সফিকুল ইসলাম রিপন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাহমুদুল হাসান।

আলোচনা সভা শেষে উপস্থিত সবাইকে নিয়ে একুশে টেলিভিশনের ২৪তম বর্ষপূর্তির কেক কাটা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর মোহাম্মদ আলী বলেন, পথচলার ২৪তম বছর পূর্ণ করেছে দেশের প্রথম বেসরকারি টেরেস্ট্রিয়াল টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশন । ১৯৯৯ সালে যাত্রা শুরু করে চ্যানেলটি। দীর্ঘ পথপরিক্রমায় একুশে টেলিভিশনের রয়েছে ব্যাপক অর্জন। অত্যন্ত জনপ্রিয় এই চ্যানেলটি দেশে সাড়া জাগাতে সক্ষম হয়েছিল তাই তিনি একুশে টেলিভিশনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...