আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নীলফামারিতে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

 

নীলফামারী প্রতিনিধিঃ

বাংলাদেশ ব্যাংকের তত্বাবধানে ১৮টি ব্যাংকের সহযোগিতায় নীলফামারী জেলা শহরের ১৫টি মাধ্যমিক স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও ব্যাংক কর্মকর্তাদের সমন্বয়ে নীলফামারী জেলা শিল্পকলা অডিটোরিয়াম হলে স্কুল ব্যাংকিং কনফারেন্স ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। কনফারেন্সে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুর বিভাগের নির্বাহী পরিচালক মোঃ আনোয়ারুল ইসলাম ।

ডাচ্ বাংলা ব্যাংকের ম্যানেজার মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন । অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের যুগ্ম পরিচালক মোঃ মোশারফ হোসেন, ওয়াহেদুননবী- ডেপুটি জেনারেল ম্যানেজার, সোনালী ব্যাংক নীলফামারী, মোহাম্মদ শাহীনুর রহমান, এ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার, রাকাব, জোনাল অফিস- নীলফামারী, ফেরদৌসী আশরাফী, অতিরিক্ত জেলা শিক্ষা অফিসার নীলফামারী, নুসরাত জাহান মিতু, সহকারী পরিচালক, বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়।

লীড ব্যাংক ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপক মোঃ শফিকুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন। ছাত্র-ছাত্রীগণ তাদের অনুভূতি ব্যক্ত করেন।
প্রধান অতিথি শিক্ষার্থীদের ব্যাংকিং সেবার আওতায় এনে অর্থ ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি, সঞ্চয়ের মনোভাব গড়ে তোলা, তাদেরকে সঞ্চয়ে উদ্বুদ্ধ করার উপর গুরুত্বারূপ করেন এবং ব্যাংকারদের এ ব্যাপারে মনোযোগী হওয়ার পরামর্শ দেন।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...