আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নীলফামারীতে শব্দ সচেতনতা দিবস উদযাপন উপলক্ষে ক্যাম্পেইন

 

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে ক্যাম্পেইন করা হয়েছে।

সুরক্ষিত শ্রবণ, সুরক্ষিত জীবন এই প্রতিপাদ্যে নীলফামারী জেলা পরিবেশ অধিদপ্তরের আয়োজনে নীলফামারী সদর উপজেলার বাস টার্মিনাল এবং পুরাতন জেলাখানা সংলগ্ন সকাল ১১ টা হতে দুপুর ১টা পর্যন্ত শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প এর আওতায় আন্তর্জাতিক শব্দসচেতনতা দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে ক্যাম্পেইন করা হয়েছে। উক্ত ক্যাম্পেইন এ বাস, ট্রাক, বাইক, অটো, রিকসা এর মাঝে শব্দ দূষণ রোধে স্টিকার লাগানো হয় এবং লিফলেট বিতরণের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা হয়। এসময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মণ, নীলফামারী জেলা শব্দ দূষণ নিয়ন্ত্রণ বাস্তবায়ন কমিটি ও দ্বীপ্তমান যুব উন্নয়ন সংস্থার সভাপতি আব্দুল মোমিন, এমএসডিএফ বাংলাদেশ এর চেয়ারম্যান মোঃ মারুফ হোসেন, স্কাউট ও সেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক কমল কুমার বর্মণ জানায়, নিষিদ্ধ ঘোষিত হাইড্রোলিক হর্ণ ব্যবহার না করার জন্য বিভিন্ন যানবাহনের চালকগণকে সচেতনতা করাসহ গাড়িতে স্টিকার লাগানো ও লিফলেট বিতরণ করা হয়।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...