আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বেলাবতে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিবেদক

নরসিংদীর বেলাবতে ভাটের চর উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গনে ছাত্র-ছাত্রী, স্কুলের পরিচালনা পর্ষদ ও শিক্ষক-শিক্ষিকামন্ডলীর মধ্যে মত বিনিময়ের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন ভাটের চর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি

মোঃ জাহানুল হক বাবুল। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রুহুল আলম সবুজের সঞ্চালনায় উক্ত অভিভাবক সমাবেশে বক্তব্য রাখেন

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব ও ঐতিহ্য সংস্কৃতি বিকাশ মঞ্চের সভাপতি আকতারী মমতাজ, বিশ্ব ব্যাংকের সাবেক কর্মকর্তা ও পরামর্শক বীর মুক্তিযোদ্ধা মৃণাল সরকার, ভাটের চর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুন নাহার’বেলাব প্রেসক্লাবের সভাপতি শেখ আব্দুল জলিলসহ অভিভাবক ও সুধীজন।

ভাটের চর উচ্চ বিদ্যালয়ের সভাপতি জাহানুল হক বাবুল তার বক্তব্যে বলেন, আজকের এই অভিভাবক সমাবেশের মাধ্যমে অভিভাবকবৃন্দের চিন্তা-চেতনা, পরামর্শ, ও অভিযোগসমূহ ভবিষ্যতে ভাটের চর উচ্চ বিদ্যালয়ের
শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, শুধু ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মানোন্নয়নের ব্যাপারে শিক্ষক/শিক্ষিকাদের ওপর নির্ভরশীল হলেই চলবে না অভিভাবকবৃন্দকেও শিক্ষার্থীর লেখাপড়ার ওপর অধিক যত্নশীল হতে হবে। কেননা অভিভাবকবৃন্দ তাদের সন্তানকে যত বেশি ভালোবাসেন তত বেশি শিক্ষক/শিক্ষিকারা ভালোবাসতে পারবে না বলে তিনি মনে করেন।

 

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...