আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ভৈরবে ইসমাইল ফাউন্ডেশনের উদ্যোগে ২৫০ পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ

 

এম.আর রুবেল, ভৈরব প্রতিনিধি :
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কিশোরগঞ্জের ভৈরবে ইসমাইল মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে ২৫০ অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রী হিসেবে প্রতিজনকে পোলার চাল, তেল, চিনি, সেমাই, দুধ, কিচমিস দেয়া হয়।
আজ বুধবার বিকেল তিনটায় ভৈরব শহরের চন্ডিবের শহীদ আইভি রহমান চত্বর সংলগ্ন ইসমাঈল মিয়া ফাউন্ডেশনের কার্যালয়ে সমানে অসহায় ও দরিদ্র নারী পুরুষের হাতে খাদ্য সামগ্রী তুলেদেন ইসমাইল মিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা প্রবাসী ইসমাইল মিয়া, উপজেলা যুবলীগ যুগ্ম আহবায়ক ও উক্ত ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, মোহনা টিভির ভৈরব প্রতিনিধি মোঃ জামাল আহমেদ, সমাধান টিভির প্রতিষ্ঠাতা মোঃ আব্দুল লতিফ প্রমুখ।
এসময় ইসমাইল মিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বলেন, দীর্ঘদিনের স্বপ্ন ছিলো গরীব দুঃখী মানুষ জন্য কিছু একটা করবো। সেই মনোভাব থেকে গত কয়েক বছর ধরে ঈদ ও বিভিন্ন সময় খাদ্য সামগ্রী ও শীত বস্ত্র বিতরণ করেছি। ভবিষ্যতেও মানবিক কার্যক্রম চালিয়ে যাবো ইনশাআল্লাহ।

 

 

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...