আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

“যুবক” কবি- শাহনাজ প্রধান

শাহনাজ প্রধান
কার্যনির্বাহী সদস্য, বাংলাদেশ তাঁতী লীগ কেন্দ্রীয় কমিটি।

যুবক,
পহেলা বৈশাখে বলেছিলাম তোমায়
বৈশাখ আমার থমকে আছো কেন?
ভয় করোনা লক্ষ্মীটি আমার
বর্ষা আছে তোমার সন্নিকটে ধন্য করিতে তোমায়।
বৈশাখের খর তাপে পুড়তে হবে না আর।

ঠিক তুমি ফিরে এলে বর্ষা কালে বর্ষা রাণীর কাছে,
আমার প্রেমের মহিমার বলে
আমারই কাব্যকে সত্য করে।

যুবক,
হাতে হাত রেখেছি আজ
ভালোবাসার মন্ত্র দিয়ে নিয়ে যাবো তোমায় সুমাধবে।
চেয়ে দেখো চারিদিকে মলয়া সমীর ডাকছে
আমাদের মিলনকে স্বাগতম করিতে
আজ যে প্রেমের ঝংকার বাজছে চারিদিকে!
প্রেমের বরিষে ভেসে যাবো দু’জন দু’জনাতে।
কত বিনিদ্র বিভাবরী বন্দনার পর
এলে তুমি আমার আঙিনায়।

যুবক,
আজ আমি বড্ড পাগলপারা
আজ আমি মরতে চাই
তোমার ভালোবাসার কাঠিন্যতায়,
আর দুরে থেকো না।
পুরাও আমায় তুমি
পুরাও আমায়,
পুরিত করো সোহাগে সোহাগে এ কামিনীর জীবনকে।
কেনো এলে তুমি এতোগুলি বরষ পরে!
কৈফিয়ত চাই নাকো তোমার কাছে,
তুমি বিনে এ জীবন কাটলো কেমন করে
সেই কৈফিয়ত দিতে চাই তোমার কাছে
আমার সত্ত্বা যে তুমি
তোমার হতেই সৃষ্টি আমি!

প্রাণের রাজা দেখো চাহিয়া
তোমার আসার বিলম্ব হওয়ার কারণে
নষ্টের কালো জলে
তোমার রাণীজী ভাসিয়ে দেয়নি নিজেকে।
কত দেশ কত পথ চলেছি আমি
শুধু তোমার খোঁজে,
ছিলে যে তুমি এতো নিকটে
কেউতো দেয়নি এ খবর আমাকে।

পুত পবিত্র আমি
হৃদয়টাকে রেখেছিলাম সযতনে
তোমায় বিলাবো বলে।
প্রাণের নড়ি তুমি
তাইতো তোমায় খুঁজে ফিরেছি
লোক থেকে লোকান্তরে,
দেখা পেলাম আজি তোমার অনেক বেলা পরে।

যুবক,
তোমাকে পাওয়ার আশায়
কত ধ্যানে জেগেছি কত রজনী
পাবোই তোমায় ছিলো যে বিশ্বাস মনে
তাইতো আমি ধ্যান বধ করিনি কোনো তরাসে।
আমার ভালোবাসার টানে
আসবে আমার কাছে
ভাংতে নিজের দর্পণকে।
জানতাম আমি
হবে যে তুমি বড্ড অহমিকা পিয়াসী
আর সে অহমিকা চূর্ণ করে
একদিন মুখ লুকাবে আমার আঁচলের নীচে
জড়িয়ে ধরে হারাবে গভীর আলিঙ্গনে।

যুবক,
আমি যে তোমার শুধু তোমার কামিনী
স্পর্শ করে দেখো
বিভোর হবে আমার প্রেম পাগলামোতে,
খুঁজে পাবে তোমার আসল বসতিকে।

ভয় নেই আর তোমার,
কামিণীর অপ্রতিরোধ্য প্রেম আছে তোমার সাথে,
প্রেম শক্তি দিয়ে হারিয়ে দিবো সকল বাঁধা বিপত্তিকে
জয় করবে তুমি এ জগতকে মহাবীর বেশে,
প্রেমকন্যা আছে যে প্রেমের ঢালি নিয়ে তোমার পাশে
বীরকন্যা হয়ে তোমার রাণীর সাজে।

যুবক,
আমি তোমার কামিনী
আমিই তোমার দামিনী,
অনন্তকাল বাসর সাজাবো প্রতিদিন নবরুপে নববেশে।
চারিদিকে বহিছে আজ প্রেমের জয়গান,
স্রষ্টার অপার কপায়
আমাদের প্রেম হবে
অমরত্বে গাঁথা কোনো অমর প্রেমকাব্যের ইতিহাস,
তাইতো আজ ভয় নাইকো কিছুতেই আর
অমরত্বে গাঁথা প্রেমলীলা চলবে অনন্তকাল।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...