আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

রাঙ্গাবালীতে মাছ ধরা নিয়ে সংঘর্ষ, আহত ৪

 

ওমরসানি,রাঙ্গাবালী (পটুয়াখালী)প্রতিনিধি

পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলার চরহেয়ারের দক্ষিণের মায়ারচর সংলগ্ন এলাকায় মাছ ধরা নিয়ে বিরোধে সংঘর্ষ হয়েছে। শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের পুলঘাট বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে চারজন আহত হয়েছেন বলে জানা যায়। আহতরা হলেন, ওই ইউনিয়নের সেনের হাওলা গ্রামের মনির হোসেন (৩০), ফরিদ খা (৪০), মাসুম খা (৪৮) ও জালাল খা (৩৫)। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে এদিন রাতেই উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, উপজেলার চরহেয়ারের দক্ষিণের মায়ারচর সংলগ্ন এলাকায় কন্টি জাল দিয়ে ইলিশ শিকারে আধিপত্য বিস্তার করা নিয়ে গত দুই-তিন ধরে স্থানীয় জলিল হাওলাদার ও ফেরদাউস মৃধার জেলেদের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর জেরে শুক্রবার সকালে মাছ ধরতে গিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়।

পরে সন্ধ্যায় সদর ইউনিয়নের পুলঘাট বাজারে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিশ মিমাংসার কথা থাকলেও সন্ধ্যা ৬টার দিকে এই সংঘর্ষ হয়। আহতদের দাবি, ফেরদাউস মৃধা লোকজন নিয়ে লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালায়।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম মজুমদার জানান, মাছ ধরা নিয়ে বিরোধে চারজন আহত হয়েছে। তাদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় দুই পক্ষ লিখিত অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...