আজ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

লংগদুতে ৪৯তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাকিব আলম মামুন
লংগদু, (রাঙামাটি) প্রতিনিধিঃ

রাঙামাটির লংগদু উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় স্কুল ও মাদ্রাসার ৪৯তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) তিনটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপজেলার সকল স্কুল, মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপি নানা ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

লংগদু উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল বারেক সরকার ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান উদ্বোধন করেন।

এসময় লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা জনি রায়, উপজেলা রিসোর্স অফিসার মোস্তফা মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাকসুদুর রহমান ও একাডেমিক সুপারভাইজার শওকত আকবর প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় লংগদু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাকসুদুর রহমান বলেন, যুব সমাজ কে ধংসের হাত থেকে খেলাধুলাই নিজেদের বাঁচাতে পারে। খেলাধুলা শিক্ষার্থীদের মাদকাসক্ত থেকে দূরে রাখে, শিশুর মেধা ও মননের বিকাশ ঘটায়। লেখাপড়ার পাশাপাশি সহ-শিক্ষা হিসেবে খেলাধুলাকে প্রাধান্য দিতে হবে।

বিভিন্ন প্রতিষ্ঠানের শরীরচর্চার শিক্ষকগণ উক্ত খেলাধূলা পরিচালনা করেন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সহ অনেকে উপস্থিত ছিলেন।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...