আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

শিবপুরে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

 

মোমেন খান:
নরসিংদীর শিবপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে একদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে।
“উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে বুধবার (৯ নভেম্বর) সকালে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মেলা উদ্বোধন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিনিয়া জিন্নাত। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী-৩ শিবপুরের সংসদ সদস্য আলহাজ্ব জহিরুল হক ভূইয়া মোহন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুনুর রশিদ খান, উপজো সহকারী কমিশনার (ভূমি) শরীফ মোঃ হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া।
উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলমগীর হোসেন মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জহিরুল হক ভূইয়া মোহন বলেন, ১০ বছর আগেও আমরা ডিজিটাল বাংলাদেশের অন্তর্ভুক্ত ছিলাম না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এই সুবিধার অন্তর্ভুক্ত হয়েছি। সেই সময়ে বাংলাদেশের অবস্থান এবং বর্তমানে বাংলাদেশের অবস্থানের যদি তুলনা করেন তবে আগামীতে অবশ্যই নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ করে দিবেন। আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন বাংলাদেশ গড়তে হলে শেখ হাসিনার বিকল্প কোন নেতৃত্ব নেই।
আলোচনা শেষে অতিথিবৃন্দরা ডিজিটাল উদ্ভাবনী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
পরে বিকেলে মেলা শেষে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...