আজ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

গোলাপজান- মহসিন খোন্দকার

উত্তরপাড়ার গোলাপজান-সেও জানে কোলাহল থেমে গেলে-তৃষিত ঠোঁট দেখাবে বেগানা বাতাস,পাকাধানের শীষের মতন বারবার দুলে ওঠবে তার জোড়কদম,

চুপচাপ সে ঢুকে যাবে বেয়াড়া বাতাসের
ভূগোলে,স্বগত সংস্কৃতির দ্বিতীয় অধ্যায়ের পাঠ
নিবে বাণিজ্যিক বক্কর

গোলাপজানের চাঁদ ওঠে ক্ষুধার
দাঁড়িকমা ছিঁড়ে,দীর্ঘশ্বাসের ঠোঙায় বিক্রি করে
রঙিন বৈঠার জলাগুন
আর ঢেউডালিমের ধুকপুক,
বিছানায় ডুবে গেলে ক্ষুধার্ত মাস্তুল-গোলাপজান বুঝে নেয় সহজাত সওদা-এক নিশি এক শিশি-আদিম আতরের মূল্যহীন মেলানকলি!

লেখকঃ কবি মহসিন খোন্দকার                              সহঃ অধ্যাপক, চর বেলাব ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা  বেলাব, নরসিংদী। 

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...