বেলাব (নরসিংদী) প্রতিনিধিঃ
“শেখ হাসিনার জন্য বাংলাদেশ ধন্য” এই প্রতিপাদ্য সামনে রেখেনরসিংদীর বেলাবতে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন জাতীয় শ্রমিক লীগের ৫৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শ্রমজীবী মানুষের দাবি আদায় ও অধিকার প্রতিষ্ঠাসহ তাদের সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ১৯৬৯ সালের ১২ অক্টোবর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগঠনটি প্রতিষ্ঠা করেন। সংগঠনটির প্রথম সভাপতি নির্বাচিত হন প্রখ্যাত শ্রমিক নেতা নুরুল হক।
আজ বৃহস্পতিবার উপজেলার বেলাব বাজারে জাতীয় শ্রমিক লীগ বেলাব উপজেলা শাখার সমন্বয়ক মনির হোসেন ও কৌশিক আলম ওয়াসিম জানিয়েছেন, মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ প্রতিষ্ঠা এবং ২০৪১ সালের মধ্যে একটি অসাম্প্রদায়িক, জনকল্যাণমুখী ও ক্ষুধা-দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা ঘোষিত কর্মসূচিসহ যথাযথভাবে বাস্তবায়নে জাতীয় শ্রমিক লীগ বেলাব উপজেলা শাখা বিগত দিনের ন্যায় নতুন উদ্দোমে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।
মকবুল হাসান রজনীর সঞ্চলনায়
এ সময় উপস্থিত ছিলেন, বেলাব উপজেলা চেয়ারম্যান সমশের জামান ভূইয়া রিটন, বেলাব সদর ইউনিয়ন চেয়ারম্যান যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সাফি , উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, উপেজলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, রাজউদ্দিন আহম্মেদ রাজু, বেলাব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাপ মিয়া, জাতীয় মহিলা শ্রমিকলীগ বেলাব উপজেলা শাখার সভাপতি রহিমা বেগম ময়ূরী, সাধারণ সম্পাদক শেফালী বেগম সহ জাতীয় শ্রমিকলীগ বেলাব উপজেলা শাখার নেতা কর্মীরা।
আলোচনা সভা শেষে জাতীয় শ্রমিকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগত বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীদের নিয়ে আনন্দ রেলি ও কেক কাটা হয়।
Leave a Reply