আজ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

বেলাবতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

আলমগীর পাঠান

নরসিংদীর বেলাবতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে স্বাধীনতা ও জাতীয় দিবসের সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পায়রা অবমুক্তকরণ, বড়িবাড়ি বধ্যভূমি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ নানা কর্মসূচী পালিত হয়েছে।

রবিবার সারাদিনব্যাপী এ কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ সমসের জামান ভূইয়া রিটন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা জান্নাত তাহেরা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল হাসান, বেলাব উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান খান, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম নজরুল, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ তানভীর আহমেদ’সহ উপজেলার সব বীরমুক্তিযোদ্ধা,বিভিন্ন দপ্তরে কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published.

     এ ক্যাটাগরির আরো নিউজ...