আজ ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

বেলাবতে চলো পাল্টাই বন্ধু সংগঠনের আয়োজনে সেমিনার ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে

বেলাব উপজেলা প্রতিনিধিঃ 

সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় নরসিংদীর বেলাব উপজেলার ৩০ টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের প্রায় ৫০০ জন শিক্ষার্থী অংশ নেন।

১৬ ফেব্রুয়ারী শুক্রবার উপজেলার সল্লাবাদ ইউনিয়নের সররাবাদ ধনু মাষ্টার উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

চলো পাল্টাই বন্ধু সংগঠন (CPBS) এর সভাপতি মোঃ সুমন সরকার এর সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শমসের জামান ভূঁইয়া রিটন,
অনুষ্ঠান উদ্বোধন করেন সল্লাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন স্বপন।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সররাবাদ ধনু মাস্টার উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য বাদল মিয়া, সররাবাদ ধনু মাস্টার উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সংসদের সাবেক সভাপতি কাজী আব্দুল আল মামুন, বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর শিক্ষার্থী মোঃ জামাল মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সমাজসেবক
মোঃ হুমায়ুন কবির, ডাক্তার মোঃ নাসির উদ্দিন সরকার প্রমুখ।
এসময় অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি সযুক্ত ছিলেন CPBS প্রবাসী শাখা কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যবৃন্দ।

অনুষ্ঠান শেষে সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় অংশগ্রহণকারী তিনটি ক্যাটাগরিতে যথাক্রমে প্রথম ক্রেস্ট ও গাইড এবং ২৫০০ টাকা , দ্বিতীয় ক্রেস্ট ও গাইড এবং ২০০০ টাকা, তৃতীয় ক্রেস্ট ও গাইড এবং ১৫০০ টাকা করে ছয়টি ক্লাসে মোট ১৮ জনকে এবং রানার আপ টিমের মধ্যে যথাক্রমে ৪২ জনকে ক্রেস্ট ও গাইড প্রদান করা হয়।

চলো পাল্টাই বন্ধু সংগঠন CPBS এর প্রবাসী শাখার কার্যনির্বাহী পরিষদের দপ্তর সম্পাদক, জে.এম মামুন আলী বলেন, আমাদের এমন কার্যক্রম অব্যাহত থাকবে।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...