আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জোরপূর্বক জমি দখল করে ঘর নির্মাণ, পুলিশ সাংবাদিক কাউকেই পরোয়া করেনা দখলকারীরা 

বেলাব (নরসিংদী) প্রতিনিধিঃ

জারি করা হয়েছে ১৪৫ ধারা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মান কাজ বন্ধের নির্দেশ দিয়েছে একাধিকবার। স্থানীয় সাংবাদিকরাও বারবার ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহের চেষ্ঠা করেছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। পুলিশ,সাংবাদিক সকলের সাথেই দখলদারীরা করেছে খারাপ আচরণ। নিষেধাজ্ঞা অমান্য করে দা লাঠি,রডসহ দেশীয় অস্ত্রে সজ্জ্বিত হয়ে ১০/১২ জন লোক দিনদুপুরেই করে যাচ্ছে দোকান ঘরের নির্মান কাজ। তাদের ভয়ে কেউ টু শব্দটাও করতে পারছেনা। পুরো ঘটনার নেতৃত্ব দিচ্ছে বাজনাব ইউনিয়নের বহিস্কৃত সাধারণ সম্পাদক শাকিল মাহমুদ ওরফে স্বপন। তিনি গত ইউপি নির্বাচনে দলীয় প্রার্থী বিরুদ্ধে গিয়ে নির্বাচন করে বহিস্কৃত হোন। এলাকাবাসীর অনেকের অভিযোগ বর্তমানে তিনি জুয়া ও বিভিন্ন বিষয়ে দালালী করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে চলছেন। ঘটনাটি উপজেলার বাজনাব ইউনিয়নের নাগের বাজার নামক স্থানে।

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এই আওয়ামীলীগ নেতার নেতৃত্বে উপজেলার বাজনাব ইউনিয়নের নাগেরবাজারে সাড়ে ৫২ শতাংশ জমির উপর জোড়পূর্বক ইটের তৈরী দুই কক্ষ বিশিষ্ট দোকানঘর নির্মানের অভিযোগ উঠেছে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে। উক্ত ঘটনায় ওই গ্রামের আব্দুল হক ভূইয়ার ছেলে মোঃ জহিরুল হক ভূইয়া প্রথমে বেলাব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরে গত ২০ মার্চ তারিখে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নরসিংদীর আদালতে ৫জনকে আসামী করে আরেকটি মামলা করেন ভুক্তভোগী জহিরুল হক ভূইয়া।

থানায় লিখিত অভিযোগ ও আদালতের মামলার সূত্রে জানা যায়,অভিযোগকারী জহিরুল হক ভূইয়ার বীরবাঘবের নাগের বাজারে পৈত্রিক সূত্রে পাওয়া সাড়ে ৫২ শতাংশ জমি রয়েছে। ৫০ বছর ধরে উক্ত জমি জহিরুলের দখলে আছে। কিন্তু হঠাৎ করেই উক্ত জমিতে লোলুপ দৃষ্টি পড়ে বাজনাব ইউনিয়নের দক্ষিণধুরু গ্রামের রোমান মিয়া,শাহীন মিয়া,সুমন মিয়া বীরবাঘবের গ্রামের নজরুল মিয়া ও মানিক মিয়ার। তারা ইউনিয়নে আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাকিল মাহমুদ স্বপনের নেতৃত্বে ১০/১৫ জন লোক নিয়ে দেশিয় অস্ত্র সজ্জ্বে সজ্জ্বিত হয়ে জোড় করে উক্ত জমিতে একটি দু কক্ষ বিশিষ্ট দোকানঘর নির্মানের জন্য ইট বালী সিমেন্ট এনে রাখে। ফলে উপায়ান্ত্মর দেখে ভুক্তভোগী জহিরুল হক ভূইয়া গত ১০ মার্চ বেলাব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পরও বিল্ডিং নির্মান বন্ধ না হওয়ায় গত ২০ মার্চ নরসিংদী আদালতে ১৪৫ ধারায় আরেকটি মামলা দায়ের করেন ভুক্তভোগী। মামলা দায়েরের পর তদন্তে যায় বেলাব থানার এস আই সজল সরকার। এসময় তার সাথেও খারাপ ব্যবহার করে দখলকারীরা। পরে খবর পেয়ে স্থানীয় প্রেসক্লাবের কয়েকজন সাংবাদিক ঘটনাস্থলে গেলে তাদের সাথেও খারাপ আচরণ করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান,দখলদারীদের নেতৃত্ব দিচ্ছে ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাকিল মাহমুদ স্বপন। গত ইউপি নির্বাচনে সে দলের সাধারণ সম্পাদক হয়ে দলের বিপক্ষে অবস্থান করায় তাকে দল থেকে বহিস্কার করা হয়। সে এলাকায় জুয়া ও বিভিন্ন লোকের সাথে জমিজামা নিয়ে ঝামেলা সৃষ্টি করে বলে অভিযোগ রয়েছে।

অভিযুক্তদের একজন শাহীন মিয়া তিনি জানান,আমরা আমাদের জমির উপর বিল্ডিং নির্মান করছি। তারাই লোক ধরছে আমাদের সাথে মিমাংসা করার জন্য।

অভিযোগকারীর ছোট ভাই ফারুক ভূইয়া বলেন,আমরা এ ঘটনায় মামলা দায়ের করার পর বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি। তারা অত্যান্ত দুস্কৃতিকারী প্রকৃতির লোক। আমরা চাই সুষ্ঠ তদন্ত করে এ ঘটনার যেন মিমাংসা হয়।

নেতৃত্ব দেয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শাকিল মাহমুদ স্বপনকে পুলিশের সাথে খারাপ আচরন করার কথা জিজ্ঞাসা করলে তিনি রাগাম্বিত হয়ে বলেন যান আপনার যা পারেন তা নিউজ করেন।

ঘটনার তদন্তে যাওয়া বেলাব থানার এস আই সজল সরকার বলেন,তারা একটু উশৃঙ্খল প্রকৃতির। তারা আমার সাথেও খারাপ আচরণ করেছে।

বেলাব থানার ওসি মোঃ তানভীর আহমেদ বলেন,আমরা নোটিশ জারি করার পর কাজ বন্ধ আছে। তারপরও যদি কাজ করে তাহলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...