আজ ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

জনগণ যাকে ভোট দিবে সেই হবে উপজেলা চেয়ারম্যান- বেলাবোতে শিল্পমন্ত্রী 

প্রতিনিধি নরসিংদীঃ  

নরসিংদীর বেলাবোতে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন নিজস্ব অর্থায়নে ৫০০ জন প্রান্তিক জনগণের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন।

শনিবার (৬ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ মাঠে
ঈদ উপহার বিতরণ করেন শিল্পমন্ত্রী।
এসময় উপস্থিত ছিলেন বেলাবো উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিম, উপজেলা চেয়ারম্যান শমশের জামান ভূইয়া রিটন, আওয়ামী লীগ সভাপতি মনিরুজ্জামান খাঁন, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী খাঁন রিপন, বেলাবো থানার ওসি মোঃ আজিজুর রহমান, জেলা পরিষদ সদস্য মেরাজ মাহমুদ, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন খান মোমেন,  উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধিবৃন্দ, সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিজস্ব অর্থায়নে বিতরণ করা ঈদ উপহারের প্রতিটি প্যাকেটে ছিলো ২ কেজি তৈল, ৫ কেজি চাউল,
১ কেজি পোলাও চাউল, ২ কেজি ডাল, ৫০০ গ্রাম প্যাকেট দুধ, ১ প্যাকেট সেমাই ও ১ কেজি চিনি।

প্রধান অতিথির বক্তব্যে শিল্প মন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, আমরা জনগণের রাজনীতি করি। উপজেলা পরিষদের নির্বাচন সামনে। সাধারণ মানুষ যাকে ভোট দিবে সেই হবে উপজেলা চেয়ারম্যান। নির্বাচনে সরকার কোন হস্তক্ষেপ করবে না।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...