আজ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

আমরা উন্নয়নের রাজনীতি করি, আমরা শান্তির রাজনীতি করি- বেলাবতে শিল্পমন্ত্রী

বেলাব (নরসিংদী) প্রতিনিধি: 

শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, আমরা উন্নয়নের রাজনীতি করি, আমরা শান্তির রাজনীতি করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। বৈশাখী মেলা আবহমান বাংলার চিরায়ত সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। হাজার বছর ধরে গ্রাম-গঞ্জে এ মেলার আয়োজন করা হয়।ভোরের পাখি সমাজ কল্যান সংসদের উদ্যোগে আয়োজিত এই বৈশাখী মেলা এর উজ্জ্বল দৃষ্টান্ত।

শুক্রবার (১৯ এপ্রিল) রাতে ভোরের পাখি সমাজ কল্যান সংসদের উদ্যোগে দড়িকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তিন দিনব্যাপী বৈশাখী মেলার ২য় দিনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা সামসুল হক মাষ্টারের সভাপতিত্বে ও নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সাদেকের পরিচালনায় উপস্থিত ছিলেন বেলাব উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সমসের জামান ভূইয়া রিটন,বেলাব উপজেলা বিএনপির আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহসান হাবীব বিপ্লব,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মাষ্টার, জেলা পরিষদের সদস্য মেরাজ মাহমুদ মিরাজ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হাজী শরিফ উদ্দিন খান মোমেন, নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মজিবুর রহমান,নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল বাছেদ মাষ্টার, নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ র্খোশেদ আলম,ভোরের পাখি সমাজ কল্যান সংসদের সভাপতি মোঃ দুলাল আহমেদ, সাধারণ সম্পাদক কামরুলজ্জামান রাসেল’সহ প্রমুখ

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...