আজ ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ

প্রত্যাগত অভিবাসী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে হবে। 

বেলাব প্রতিনিধিঃ  

প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুন:একত্রীকরন তথা সমাজে পুন:প্রতিষ্ঠার লক্ষ্যে রেইজ প্রকল্পের কার্যক্রম অবহিতকরণ বিষয়ে একটি সেমিনার ও ওরিয়েন্টেশন

অনুষ্ঠিত হয়েছে।২৪ এপ্রিল বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ  সম্মেলন কক্ষে সেমিনার ও  দুপুর ৩ টায় সদর ইউনিয়ন পরিষদ সভা কক্ষ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব শিমুল কুমার সাহা,ওয়েল ফেয়ার সেন্টারের সহকারী পরিচালক মোঃ আমিনুল হক,সহকারী কমিশনার ভূমি মোঃ নাজমুল হাসান,ডেপুটি কাউন্সিলর বিপ্লব খন্দকার,সদর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী সাফি,প্রেসক্লাব সভাপতি মোশারফ হোসেন নিলু,সাধারন সম্পাদক মোঃ আমিনুল হক,সাবেক সভাপতি শেখ আঃ জলিলসহ প্রবাস ফেরত অভিবাসী বৃন্দ।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,প্রত্যাগত অভিবাসী কর্মীদের টেকসই পুন:একত্রীকরণে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এক্ষেত্রে যথাযথভাবে কাউন্সিলিংয়ের ব্যবস্থা করতে হবে।তাদেরকে দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলতে আয়বর্ধক কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত করতে হবে। প্রত্যাগত অভিবাসী কর্মীদের পুন:একত্রীকরণ তথা সমাজে পুন:প্রতিষ্ঠার লক্ষ্যে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড কর্তৃক বাস্তবায়নাধীন রেইজ প্রকল্পের আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে এসব কথা বলেন বক্তারা।

সেমিনারে বিদেশ ফেরত অভিবাসী কর্মীদের সমাজে পুন:প্রতিষ্ঠার লক্ষ্যে বক্তারা তাদের মতামত তুলে ধরে বলেন, প্রত্যাগত অভিবাসী কর্মীদের টেকসই পুন:একত্রীকরণে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এক্ষেত্রে যথাযথভাবে কাউন্সিলিংয়ের ব্যবস্থা করতে হবে। তাদেরকে দক্ষ কর্মী হিসাবে গড়ে তুলতে আয়বর্ধক কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত করতে হবে। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠান প্রদত্ত আর্থিক সুযোগ-সুবিধা প্রদানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যবস্থা করতে হবে।এছাড়া বিদেশে গিয়ে দক্ষতা অর্জনকারী কর্মীদের আরপিএল এর আওতায় টিটিসি’র মাধ্যমে সনদের ব্যবস্থাও রয়েছে। ফলে দক্ষতা সনদ পাওয়া কর্মীরা দেশে-বিদেশে উচ্চ বেতনে কাজের সুযোগ পাবে। মূলত দুই লাখ কর্মী পুন:একত্রীকরণে প্রকল্প বাস্তবায়ন করছে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...