আজ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ

শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা বিষয়ক অবহিতকরণ ও আইজিএ চেক বিতরন

বেলাব নরসিংদী প্রতিনিধি

বেসরকারী উন্নয়ন সংস্থা পাপড়ি,সিডিডির সহায়তায় নরসিংদী জেলার বিভিন্ন উপজেলার শ্রবণদৃষ্টি প্রতিবন্ধি ব্যক্তিদের সেবা দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় সিডিডির অর্থায়নে সেন্স ইন্টারন্যাশনাল, গার্নি ওভারসিস এইড কমিশন ও রিলাইয়েন্স ইন্সুরেন্স এবং পাপড়ির এডুকেশন লার্নি এন্ড স্কিল ফর পিপল উইথ ডেফব্লাইন্ডনেস ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় বেলাব উপজেলায় শ্রবণদৃষ্টি প্রতিবন্ধিতা বিষয়ক অবহিতকরণ সভা ও আইজিএ চেক বিতরন এবং শ্রবণদৃষ্টি প্রতিবন্ধি ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার বিতরন করা হয়েছে ৷

২৫ এপ্রিল বৃহস্পতিবার বিকালে বেলাব উপজেলা পরিষদ সভা কক্ষে উক্ত চেক বিতরণ করা হয়।রিলায়েন্সের আর্থায়নে দুইজন আংশিক শ্রবণদৃষ্টি প্রতিবন্ধি তাছলিমা আক্তারকে ২৫ হাজার এবং মরিয়ম আক্তারকে ২৫ হাজার টাকার চেক বিতরণ করা হয় এসময় রজবেন্নেছাকে একটি হুইল চেয়ার  প্রদান করা হয়৷

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে এসময় উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা  অনিক রায়,রিলায়েন্স ইন্সুরেন্স লিমিটেড নরসিংদী ব্রাঞ্চ ম্যানেজার ও এভিপি মোহাম্মদ ইব্রাহিম, পাপড়ির আরআরসি ম্যানেজার নাজিম উদ্দিন খান, মনিটরিং অফিসার মিজানুর রহমান,বেলাব প্রেসক্লাবের সাবেক সভাপতি শেখ আব্দুল জলিল, ডেফব্লাইন্ড ফিল্ড এডুকেটর আফরিনা আক্তার,ডেফব্লাইন্ড ফিল্ড এডুকেটর সোনিয়া আক্তারসহ  এনজিওর বিভিন্ন অফিসের কর্মকর্তা বৃন্দ।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...