আজ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ভূমিহীন-গৃহহীন মুক্ত হলো বেলাব উপজেলা, মাথা গোঁজার ঠাই পেলো আরোও ১৩৯ পরিবার

বেলাব (নরসিংদী) প্রতিনিধি:

মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ মাননীয় প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে সমগ্র দেশের সকল ভূমিহীন-গৃহহীন মানুষকে জমিসহ সেমিপাকা ঘর দেওয়ার কর্মসূচী নিয়েছে সরকার। তারই প্রেক্ষিতে বুধবার (২২ মার্চ) সকালে গণভবন থেকে যুক্ত হয়ে ৭টি জেলার সব উপজেলা সহ সারাদেশের ১৫৯ উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষনা করেছেন প্রধানমন্ত্রী। তারই মধ্যে নরসিংদীর বেলাব উপজেলা একটি।

এধাপে নরসিংদীর বেলাব উপজেলার ১৩৯ টি পরিবার পেলো তাদের মাথা গোঁজার ঠাই। বুধবার (২২ মার্চ) সকালে বেলাব উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপকারভোগীদের হাতে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করেছেন উপজেলা প্রশাসন।

এর আগে বিভিন্ন ধাপে এ উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের আওতায় আরোও ১৭০ টি ছিন্নমূল পরিবারকে ২শতাংশ জমি সহ দুই কক্ষ বিশিষ্ট সেমিপাকা ঘরের চাবি ও দলিল সহ হস্তান্তর করা হয় । ফলে এ উপজেলায় ৩০৯ টি ছিন্নমূল পরিবার তাদের মাথা গোঁজার ঠাই পেলো।

হস্তান্তর অনুষ্ঠানে বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়শা জান্নাত তাহেরার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সমসের জামান ভূইয়া রিটন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল হাসান, উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান খান, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান ভূইয়া জাহাঙ্গীর, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোসা.নায়েমা তাবাছসুম শাহ,উপজেলা প্রকৌশলী মোঃসামসুল হক ভূইয়া’সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ, উপকারভোগী লোকজন ও বিভিন্ন ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...