আজ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

ভৈরবে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল গৃহহীন ও ভূমিহীনরা

এম.আর রুবেল, ভৈরব প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরবে প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘর পেলো ৪৩টি গৃহহীন ও ভূমিহীন পরিবার। নতুন ঘর পেয়ে অনেক খুশি তারা।

আজ বুধবার সকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে ঘর বিতরণের উদ্বোধন করার পর সারাদেশে চতুর্থ পর্যায়ে গৃহহীন ও ভূমিহীনদের মাঝে জমি ও গৃহ হস্তান্তর করেন।
এরই অংশ হিসেবে বুধবার সকালে ভৈরব উপজেলা প্রশাসন জমিসহ ঘর উপকারভোগীদের নিকট হস্তান্তর করছেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) কাজী মহুয়া মমতাজ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ।
নতুন ঘর বিতরণের সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ জুলহাস হোসেন সৌরভ, পৌরসভার মেয়র ইফতেখার হোসেন বেণু, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, পৌর আওয়ামীলীগের সভাপতি এসএম বাকি বিল্লাহ প্রমূখ।
এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেটট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মী ও উপকারভূগী মানুষজন উপস্থিত ছিলেন।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...