এম.আর রুবেল, ভৈরব প্রতিনিধি :
কিশোরগঞ্জের ভৈরবে পিকআপভ্যানে গাঁজা ও ফেনসিডিল পাচারের সময় এক মাদক পাচারকারীকে আটক করেছে র্যাব। এসময় ৪০কেজি গাঁজা ও ২৫০বোতল ফেন্সিডিলসহ মাদক বহনকারী পিকআপ ভ্যান জব্দ করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলা দায়ের করেছে র্যাব।
আজ শুক্রবার সকাল ৬টায় র্যাব-১৪, ময়মনসিংহের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মহিবুল ইসলাম খানের (বিপিএম) সার্বিক তত্ত্বাবধায়ন ও দিকনির্দেশনায় সিপিসি-২ ভৈরব ক্যাম্পের অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলীর নেতৃত্বে ভৈরব র্যাব সদস্যরা ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব দূর্জয়মোড় এলাকায় অভিযান চালিয়ে ওই মাদক পাচারকারীকে আটক করে।
আটককৃত জাহাঙ্গীর হোসেন (৩০), ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার হোসেনপুর গ্রামের
হাবিবুর রহমানের পুত্র।
আটককৃত অভিযোক্তর বিরুদ্ধে র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য আইনে ভৈরব থানায় মামলা দায়ের করা পর তাকে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।
এ বিষয়ে ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানতে পারে, আটককৃত দীর্ঘদিন যাবত সীমান্তবর্তী এলাকা হতে চোরাচালানের মাধ্যমে গাঁজা দেশের অভ্যন্তরে পাচার করত।
Leave a Reply