আজ ১৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নরসিংদীতে সিডিডি’র শিখবো সবাই প্রকল্পের আওতায় প্রাথমিক শিক্ষা বিষয়ক সভা অনুষ্ঠিত

নরসিংদী প্রতিনিধিঃ 

সেন্টার ফর ভিজএ্যাবিলিটি ইন্ ডেভেলপমেন্ট (সিডিডি) র শিখবো সবাই প্রকল্পের আওতায়
বিদ্যালয় পর্যায়ে উন্নয়ন তহবিলের ব্যবহারে চ্যালেঞ্জ, সুযোগ, শিখন ও পরবর্তী পদক্ষেপ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৭ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে নরসিংদী সদর উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার আতিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শহীদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোতাহার বিল্লাহ্।
এছাড়াও উপস্থিত ছিলেন, সিডিডি’র সিনিয়র কো-অর্ডিনেটর জাহাঙ্গীর আলম, শিক্ষা অফিসার আরিফুল ইসলাম, সাইটসেভার্সের জেলা সমন্বয় কারীররিংকু ইম্যানুয়েল কস্তা সহ বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষিকা প্রমুখ।

আলোচনা সভায় অতিথিরা প্রতিবন্ধীদের শিক্ষা নিশ্চিতে তাগিদ প্রদান করেন। এবং স্লিপ ফান্ড থেকে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বরাদ্দ রাখার আহ্বান জানান।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...