আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

মাধবদীর মেঘনা নদীতে গোসলে নেমে নিখোঁজের ২৪ ঘন্টা পর কিশোরের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদকঃ 

নরসিংদীর মাধবদীতে মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার ২৪ ঘন্টা পর মিলেছে ইমন মিয়ার (১৫) নামে কিশোরের মরদেহ।

রবিবার (১৪ মে )দুপুর ১টার দিকে মাধবদী থানার চর ভাসানিয়া গ্রাম সংলগ্ন মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এর আগে শনিবার দুপুর ১টার দিকে মাধবদী থানার ভঙ্গারচরের মেঘনা বাজার এলাকায় গোসলে নেমে নদীর স্রোতে ডুবে নিখোঁজ হয় ইমন মিয়া। নিখোঁজ ইমন মিয়া মাধবদী পৌর এলাকার উত্তর বিরামপুরের বাসিন্দা মো. কামাল মিয়ার ছেলে।

ভঙ্গারচর নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক তরিকুল ইসলাম এর সত‍্যতা নিশ্চিত করে জানান, শনিবার মাধবদীর তিন কিশোর নৌকাযোগে ভঙ্গারচরের মেঘনা বাজার এলাকায় ঘুরতে আসে। এসময় তারা নৌকা থামিয়ে নদীতে গোসল করতে নামে। গোসল করতে নামার আগে সাঁতার জানা না থাকলে নদীতে নামতে নিষেধ করেন স্থানীয়রা।তারপরেও ওই তিন কিশোর নদীতে গোসলে নামে। নদীতে নামার পর স্রোতে তলিয়ে যেতে থাকে। তাদের অবস্থা দেখে চলন্ত একটি নৌকার মাঝি একটি ফুটবল ছুড়ে মারলে সেটিকে ধরে ভেসে থাকা আব্দুল্লাহ (১৬) ও সিয়াম (১৫) নামে দুইজনকে উদ্ধার করলেও স্থানীয়রা। নদীর স্রোতে তলিয়ে নিখোঁজ হয় ইমন মিয়া (১৫)। খবর পেয়ে নৌ পুলিশ, মাধবদী ফায়ার সার্ভিস ও ঢাকা থেকে আসা ৬ সদস্যের ডুবুরি দল উদ্ধার তৎপরতা শুরু করেন।

শনিবার সন্ধ‍্যা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়েও খোঁজ মেলেনি ইমনের। দ্বিতীয় দফায় রবিবার সকালে উদ্ধার অভিযান শুরু করে। দুপুর ১টার দিকে চর ভাসানিয়া এলাকা থেকে নিখোঁজ কিশোর ইমনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হয় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। ইমনের মরদেহ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে মাধবদীর উত্তর বিরামপুর মহল্লায় নিহতের বাড়ীতে কাল্লার রোল পড়ে। এক হৃদয়বিদারক অবস্থার সৃষ্টি হয়েছে।

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...