আজ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ

নরসিংদীতে প্রকাশনা উৎসবের মধ‍্যদিয়ে “আলোর প্রকাশ” পত্রিকার আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদকঃ 

প্রকাশনা উৎসবের মধ‍্যদিয়ে আত্মপ্রকাশ করেছে নরসিংদী থেকে প্রকাশিত স্থানীয় সাপ্তাহিক “আলোর প্রকাশ ” পত্রিকাটি। রবিবার (২ এপ্রিল) বিকেলে নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে আনন্দঘন পরিবেশে পত্রিকাটির প্রথম প্রকাশনা উৎসবের মধ‍্যদিয়ে আত্মপ্রকাশ করে।

নরসিংদী প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. কাজী নাজমুল ইসলাম, এসময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল মান্নান ভূইয়া কলেজের সহযোগী অধ্যাপক খাদেম রসুল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ’র ভাইস প্রেসিডেন্ট আনিসুর রহমান ভূইয়া , সাহিত্যের সন্ধানে, নরসিংদী জেলা শাখা উপদেষ্টা শুক্কুর আলী খোরাসানী, কবি মাহবুব আলম কনক, “আলোর প্রকাশ” পত্রিকার সম্পাদক সৈয়দ মাহবুব তামিম এবং প্রকাশক আসাদ সরকার সহ অন্যান্য ব্যাক্তিবর্গ।

প্রকাশনা উৎসবে আগত অতিথিরা আশা প্রকাশ করেন, “আলোর প্রকাশ” পত্রিকাটি সত‍্য ও ন‍্যায়ে পথে থেকে সমাজে ঘটে যাওয়া অসঙ্গতিপূর্ণ ঘটনার সঠিক চিত্রসহ সঠিক এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ করবে। পাশাপাশি অতিথিরা পত্রিকাটির উত্তর উত্তর সাফল‍্য কামনা করেন।
#

এ ক্যাটাগরির আরো নিউজ...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরির আরো নিউজ...